খেলাধুলা

পাকিস্তানের ভয়ঙ্কর বোলিং আক্রমণ, হার্শার সতর্কবার্তা

এশিয়া কাপে নিজেদের সেরা দল নিয়েই অংশগ্রহণ করবে পাকিস্তান। তাদের দলের সবচেয়ে ভরসার জায়গা হলো পেস বোলিং। যা প্রতিপক্ষের জন্য বেশ দুশ্চিন্তার নাম। শাহীন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহকে মোকাবেলার সময় তাই প্রতিপক্ষকে হুশিয়ার থাকতে বললেন বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ভোগলে অবশ্য জেনেশুনেই এমন কথা বলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি পেসারদের আগ্রাসন আর গতি দেখেই তার এমন মন্তব্য। শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে পাকিস্তানের পেসত্রয়ীর সামনে খড়কুটোর মতো উড়ে গেছে আফগানিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরে নানা জটিলতার মধ্যেও যে পেসাররা দারুণ বোলিং করেছেন এজন্য তাদের প্রশংসা করে হার্শা বলেন, ‘পাকিস্তান তাদের ফাস্ট বোলিংয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটকে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে।এতোকিছুর পরও তারা দারুণ বোলিং করছে।’

ভারত বিশ্বকাপে মোট দশটি দল অংশগ্রহণ করবে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত হওয়া ওয়ানডে ম্যাচগুলোতে বোলিং গড়ের দিক দিয়ে প্রথম স্থানে (২৭.০০) রয়েছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দশ দলের মধ্যে পাকিস্তানের বোলিং গড়ই সেরা।