দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। তারপরেই ঘরের মাঠে বিশ্বকাপ। দুটি মেজর টুর্নামেন্টকে সামনে রেখে ভারত প্রস্তুত হচ্ছে আটঘাট বেঁধে।
সেই প্রস্তুতিকে বেগবান করতে ১৫ জন নেট বোলার ভাড়া করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তারা পালাক্রমে দলের প্রস্তুতিতে বোলিং করছেন।
ঘরোয়া ক্রিকেটে যেসব বোলার ভালো করেছেন তাদের যুক্ত করা হয়েছে এখানে। সেই তালিকায় আছেন অনিকেত চৌধুরী। যিনি পাকিস্তানের শাহীন আফ্রিদি কিংবা নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টের মতো বল করতে পারেন। ৩৩ বছর বয়সী এই পেসার রাজস্থানের হয়ে গেল রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছিলেন।
এছাড়া নেট বোলারদের তালিকায় থাকা উল্লেখযোগ্য বোলাররা হলেন- উমরান মালিক, কুলদীপ সেন, যশ ঢুল, সাই কিশোরি, রাহুল চাহার ও তুশার দেশপান্ডে।