এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। তিনি জ্বরে ভুগছেন বলে গেছে।
লিটনের জ্বরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘লিটনের জ্বর। তবে সেটা খুব গুরুতর কিছু নয়। সব টেস্টের রেজাল্ট ভালোই এসেছে। সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবে।’
আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়ে সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচের আগে বাংলাদেশ তিন দিন বিশ্রাম পাবে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লড়বে লাল সবুজের দল।
জানা গেছে, লিটন আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিতে পারেন। গতকালও তিনি মিরপুরে নিবিড় অনুশীলন করেছেন। হঠাৎ জ্বর আসায় আজ দলের সঙ্গে যাত্রা করতে পারেননি।