খেলাধুলা

ক্যান্ডিতে রোদ-বৃষ্টির লুকোচুরি

শ্রীলঙ্কার আকাশের বেশ মন খারাপ। তাতে মন খারাপের উপলক্ষ্য তৈরী হতে পারে বাংলাদেশের সমর্থকদেরও। কেননা, ক্যান্ডিতে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। ক্যান্ডিতেই আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনে বৃষ্টির সম্ভাবনা ছিল না। তবে সকাল থেকেই আকাশে দেখা যায় মেঘের ভেলা। ১২টা নাগাদ শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। মিনিট পাঁচেক পরেই আবার দেখা দেয় প্রখর রোদ। আবহাওয়ার এমন দোলাচলের মধ্যেই চলছে দর্শকদের প্রস্তুতি।

ম্যাচের সময়েও প্রবল বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। রাতেও হতে পারে পশলা বৃষ্টি। তবে ম্যাচে বাগড়া দিলেও ভেস্তে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বৃষ্টি হলেও পরিস্থিতি অনুযায়ী খেলতে প্রস্তুত বাংলাদেশ। এমনটাই বলেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ, 'আসলে এসব তো আমাদের নিয়ন্ত্রণে নেই। বৃষ্টি হতেই পারে আবার ম্যাচের সময় নাও হতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা মানসিক এবং শারীরিকভাবে তার জন্য প্রস্তুত আছি।'

আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।