খেলাধুলা

বৃষ্টি আইনে ভারতকে করতে হবে ১৪৫

এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ সোমবার নেপালের মুখোমুখি হয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করে হিমালয়ের দেশটির ছুড়ে দেওয়া ২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৭ রান তুলতেই বৃষ্টি এসে হানা দেয়। সে কারণে খেলা বন্ধ থাকে লম্বা সময়।

বৃষ্টির থামার পর বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে আবার খেলা শুরু হয়। তবে বৃষ্টি আইনে ভারতের লক্ষ্যমাত্রা বদলে গেছে। আগে ৫০ ওভারে ২৩১ করতে হলেও এখন ২৩ ওভারে তাদের করতে হবে ১৪৫ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে শেষে ভারতের রান বিনা উইকেটে ২২। জিততে ১৯ ওভারে করতে হবে আরও ১২৩ রান।