খেলাধুলা

তাসকিনের কণ্ঠে পাকিস্তানকে কম রানে আটকে রাখার প্রত্যয় 

১ রানে আফগান ওপেনিংয়ের পতনের পর দ্বিতীয় উইকেটের জুটিতে প্রতিরোধ গড়ে চোখ রাঙানি দিচ্ছিলেন ইবরাহীম জাদরান-রহমত শাহ। জুটির ফিফটির পর যখন সেঞ্চুরির পথে তখন তাসকিন আহমেদের আবির্ভাব। ব্যাক অব লেন্থের অসাধারণ এক কাটারে পরাস্ত করে বোল্ড করেন রহমত শাহকে (৩৩)।

তাসকিন এরপর আরও ৩টি উইকেট নেন। বাংলাদেশ জয় পায় ৮৯ রানে। নিশ্চিত হয় সুপার ফোর। সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। ৬ সেপ্টেম্বর লাহোরে বাবর আজমদের মুখোমুখি হবে লাল সবুজের দল। তার আগের রাতে তাসকিন জানালেন, পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা সঙ্গে দৃঢ় কণ্ঠে প্রত্যয় জানালেন ভালো বোলিংয়ে বাবরদের কম রানে আটকে রাখার।

‘এরকম উইকেটে আসলে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিক-ওদিক হলে সেটা বাউন্ডারি হওয়ার সুযোগ বেশি থাকে। অনেক একুরেট বল করতে হয় ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আছি যদি সেরা বোলিংটা করতে পারি একটা ভালো টোটালে আটকাতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষ এখন পর্যন্ত ৩২ ম্যাচে মাত্র ৫টি জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ঘরের মাঠে ১১টি ম্যাচ খেলে একটি ছাড়া প্রত্যেকটিতেই হারতে হয়েছে বড় ব্যবধানে। এশিয়া কাপে ২০০৮ সালে করাচিতে হেরেছিল ১০ উইকেটের ব্যবধানে।

লাহোরের ব্যাটিং স্বর্গে নিজেদের সামনে বড় চ্যালেঞ্জ দেখছেন তাসকিন। তার আশা আফগান ম্যাচের মতো পাকিস্তানের বিপক্ষেও ভালো করবে বাংলাদেশের বোলাররা।  ‘এটা ভালো যে আমরা খেলতেছি বিভিন্ন কন্ডিশনে এবং অভিজ্ঞতার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারতেছি। আমাদের আসলে অ্যাকোরেসি ও ভেরিয়েশন খুব ভালো ছিল বিধায় আমরা ভালো করতে পেরেছি। আশা করি সামনেও এটা থাকবে।’

আফগানিস্তান ম্যাচের পর টানা দুইদিন বিশ্রাম করে কাটিয়েছে বাংলাদেশ। আজ অনুশীলন থাকলেও শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়। লাহোরের গরমে অনুশীলনের চেয়ে হোটেলে জিম-পুল সেশন করে কাটানোয় দলের লাভ হয়েছে বলে মনে করছেন তাসকিন।

‘এই ব্রেকটা আসলে দেওয়াতে ভালো হয়েছে। কারণ আমাদের সামনে অনেক খেলায়। সেকেন্ড রাউন্ডের তিনটা ম্যাচ, এর মধ্যে ট্রাভেলিং আছে সামনে হোম সিরিজ প্লাস বিশ্বকাপ। লম্বা সময় সামনে খেলা আছে। এজন্য আমাদের মানসিক ও শারিরীক দুটারই বিশ্রামের দরকার আছে। এ ব্রেকে আমরা  কিছু টিম বন্ডিং এক্টিভিটিস করেছি। যে যার মতো জিম, রিহ্যাব সবকিছু করেছি। ওভার অল একটা ভালো রিকোভারি হয়েছে, যেটা দরকার ছিল। আশা করছি সামনের ম্যাচেও ভালো হবে।’