খেলাধুলা

আমার ক্রিকেটার হওয়া উচিত হয়নি: গম্ভীর

ভারতের ৩৮ বছর পর জেতা ওয়ানডে বিশ্বকাপের (২০১১) ফাইনালে দারুণ অবদান রাখেন গৌতম গম্ভীর। তার আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত ইনিংস খেলে শিরোপা জিততে অবদান রাখেন। ভারতের ক্রিকেট ইতিহাসে গম্ভীর একটি উল্লেখযোগ্য নাম। কিন্তু ৪২ বছর বয়সে এসে হঠাৎ তার মনে হলো ক্রিকেটার হওয়া উচিত হয়নি তার। তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনার নাম ‘ক্রিকেটার হওয়া।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা কি? জবাবে তিনি বলেছিলেন, ‘আমার আসলে ক্রিকেটা হওয়া উচিত হয়নি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা।’

‘বড় ভারত টকশো’র সিজন-২ এর র‌্যাপিড ফায়ার সেগমেন্টে এই কথা বলেন তিনি। অবশ্য কেন তিনি একথা বলেছেন সেটা ব্যাখ্যা করেননি।

অবশ্য সাম্প্রতিক সময়ে মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। আর সেটা ভালোভাবে নেয়নি নেটিজেনরা। তারা যাচ্ছেতাইভাবে সমালোচনা করে গম্ভীরের। তাছাড়া গেল আইপিএলে কোহলির সঙ্গে তার এক প্রকার হাতাহাতি হতে চলছিল।

ক্রিকেট নিয়ে এসব তিক্ত অভিজ্ঞতার কারণেই হয়তো তার এমনটি মনে হচ্ছে।