এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। তাতে ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শেষ করেছে সাকিব আল হাসানের দল। ভারতের এমন পরাজয়ে পাকিস্তানিরা বেজায় খুশি বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে এই কথা বলেন শোয়েব।
ভারতের এই পরাজয়কে লজ্জাজনক বলেও মন্তব্য করেন সাবেক এই পেসার। তিনি বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। ভারতের জন্য এটি লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করে বলছে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল।’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা আরও বলেন, ‘বাংলাদেশও ভালো দল। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায় তারা। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো।’
বাংলাদেশের প্রশংসা করে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘ভারত এত বড় দল হয়েও বাংলাদেশের কাছে হারলো। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ গিলের সেঞ্চুরিও কাজে লাগেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’
এর আগে শ্রীলঙ্কার কাছে হারের পর নিজ দেশের তীব্র সমালোচনা করেছিলেন শোয়েব, ‘এই হার খুবই লজ্জাজনক। পাকিস্তানের এভাবে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়া মোটেই ভালো দেখায় না। তবু পাকিস্তান বিশ্বকাপে ফেবারিট। আমি দলকে সমর্থন দেবো। তাদের জন্য শুভকামনা রইলো।’