আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে কয়েকদিন ধরেই ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছিল। অবশেষে সেটার অবসান ঘটালো পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিলেও ওয়ানডে র্যাঙ্কিয়ে শীর্ষে উঠে গেছে বাবর আজমের দল।
অস্ট্রেলিয়াকে সরিয়ে ৮ দিনের ব্যবধানে আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। গত রাতে নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে শীর্ষ দুই দলের পয়েন্টের হিসেব সমান দেখালেও এগিয়ে আছে সবুজ জার্সিধারীরা।
ওয়ানডেতে ‘মুকুট’ ফিরে পাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১১৫। দুইয়ে রয়েছে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারত। যদিও খুব বেশি ব্যবধান নেই দুই দলের মাঝে। ভারতের রেটিং পয়েন্টও পাকিস্তানের সমান ১১৫। তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে পাকিস্তান।
গত মাসে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেই এশিয়া কাপ খেলতে নেমেছিল পাকিস্তান। ৯ সেপ্টেম্বর পর্যন্তও তারা এক নম্বরে ছিল। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠে যায় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে বড় ব্যবধান হারের ফলে এক ধাক্কায় তিনে নেমে গেছে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১১৩। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩–২ ব্যবধানে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে চারে।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে পাঁচে। পরের পাঁচটি অবস্থানে কোনো নড়চড় হয়নি। বাংলাদেশ ৯৪ পয়েন্ট নিয়ে যথারীতি আছে সাতে। নিউজিল্যান্ড আছে ছয়ে (১০০ পয়েন্ট)। আট, নয় ও দশে আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯২), আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৮০)।