খেলাধুলা

১৮৮ রানের জবাবে ১৫ রানেই অলআউট

দীর্ঘ ১৩ বছর পর এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারত। তবে ভারত ছাড়াও এশিয়ান গেমস ক্রিকেটে প্রথমবার খেলতে এসেছে মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। আজ মঙ্গলবার তারা প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

কিন্তু প্রথম ম্যাচেই ঘটিয়েছে অবাক কাণ্ড। ইন্দোনেশিয়ার ছুড়ে দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা ১০ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৫ রানে। তার মধ্যে ৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। মঙ্গোলিয়ার ব্যাটাররা করতে পারে মাত্র ১০ রান। তার মধ্যে উদ্বোধনী ব্যাটার বাতজারগার একাই করেন ৫ রান।

বল হাতে ইন্দোনেশিয়ার আন্দিয়ানি এক ওভারে তিন উইকেটসহ মোট চারটি উইকেট নেন।

তার আগে বোলিংয়েও মঙ্গোলিয়ার বোলাররা উদারহস্তে অতিরিক্ত রান দেয়। ইন্দোনেশিয়ার ১৮৭ রানের ইনিংসে ৪৯টিই ছিল অতিরিক্ত খাত থেকে আসা রান। তার মধ্যে ৩৮টি ছিল ওয়াইড। আর ১০টি ছিল নো বল।

দিনের অপর ম্যাচে হংকং চীনকে ২২ রানে হারিয়েছে মালয়েশিয়া নারী ক্রিকেট দল। তারা আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৮২ রানে অলআউট হয় হংকং চীন।