খেলাধুলা

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়া সিরাজ এখন শীর্ষে

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেওয়া মোহাম্মদ সিরাজ এখন আইসিসি’র ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান নিয়েছেন।

গেল মার্চে তাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলেউড। এশিয়া কাপে দারুণ বোলিং করে ৮ ধাপ উন্নতি করে আজ বুধবার অজি পেসারকে পেছনে ফেলে শীর্ষস্থান আবার দখলে নিয়েছেন সিরাজ।

তার রেটিং এখন ৬৯৪। আর হ্যাজলেউডের রেটিং ৬৭৮। ৬৭৭ রেটিং নিয়ে ট্রেন্ট বোল্ট আছেন তৃতীয় স্থানে। তিনি আরও পেছনে ফেলেছেন মুজিব উর রহমান ও রশিদ খানের মতো বোলারদের। তারা দুজন আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

গত রোববার এশিয়া কাপের ফাইনালে সিরাজ মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট নেন। তাতে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় মাত্র ৫০ রানে। ভারত ১০ উইকেটের জয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়।

এশিয়া কাপে সিরাজ ১২.২ গড়ে মোট ১০ উইকেট নেন।