খেলাধুলা

‘নাসিম আমার কাঁধ নিয়ে নে’

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ। কাঁধের ইনজুরির কারণে বিশ্ব মঞ্চে তাকে পাচ্ছে না পাকিস্তান। নাসিমের ছিটকে যাওযা ব্যথিত করেছে সবাইকে। তরুণ ব্যাটার ও নাসিমের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মাদ হারিস তো নিজের কাঁধটাই দিয়ে দিতে চাইলেন নাসিমকে।

বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন নাসিম। সেখান এই তরুণ লিখেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি এই দারুণ একটা দলের অংশ হতে পারিনি, যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে, সবকিছু আল্লাহর হাতে। দ্রুতই মাঠে ফিরবো ইনশাআল্লাহ!’

সেই পোস্টের কমেন্টে নাসিমকে সমাবেদনা জানিয়েছেন তার সতীর্থরা। তবে সবাইকে ছাপিয়ে গেছে হারিসের লেখাটি। টুইটে হারিস নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি এডিট করা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এই ব্যাটার। প্ল্যাকার্ডে লেখা, ‘নাসিম আমার কাঁধ নিয়ে নে’। 

ছবির ক্যাপশনে হারিস লিখেছেন, ‘শক্ত থেকো বন্ধু।’ হারিসের এই টুইট শেয়ার করে জবাবে নাসিম লিখেছেন, ‘ধন্যবাদ আমার জান। বিশ্বকাপের জন্য শুভকামনা।’ তরুণ ব্যাটসম্যান হারিস অবশ্য বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি। তিনি ভারতে যাচ্ছেন রিজার্ভ হিসেবে।

এছাড়া আরও অনেক ক্রিকেটার নাসিমের জন্য সমাবেদনা জানিয়েছেন। টুইটে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র লিখেছেন, ‘ভাই, তোমাকে মিস করবো। শিগগিরই দেখা হবে। শক্ত থেকো, ইনশাআল্লাহ।’

আরেক তরুণ ক্রিকেটার আগা সালমান লিখেছেন, ‘তুমি দ্রুতই ফিট হয়ে যাবে এবং মাঠে ফিরবে। আমরা নাসিম “২.০” দেখতে মুখিয়ে হয়ে আছি। কারণ, আমি জানি তুমি আরও শক্তিশালী ও আগের চেয়ে বেশি গতি নিয়ে ফিরবে। আমরা তোমাকে মিস করবো।’