খেলাধুলা

জাভির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করলো বার্সেলোনা

জাভি হার্নান্দেজের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আরও এক বছর বার্সাতেই থাকছেন স্প্যানিশ কিংবদন্তি। ক্লাবের সঙ্গে জাভির চুক্তি ছিল আগামী বছরের জুন পর্যন্ত। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত কাতালানদের ডাগআউটেই দেখা যাবে বার্সার সাবেক তারকাকে। এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

২০২১ সালে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেব জাভি। সে বছরই কাতারের ক্লাব আল সাদ ছেড়ে ঘরের ক্লাবে ফিরে আসেন স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড়। তার অধীনে ২০১৯ সালের পর প্রথমবারের মত লা লিগা ছাড়াও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

চুক্তি নবায়ন প্রসঙ্গে জাভি বলেন, ‘একটি কঠিন মুহূর্তে অনুকূল পরিবেশে এখানে এসেছিলাম। গত মৌসুমে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছি। এই মুহূর্তে আমরা আরও ভালো করার প্রক্রিয়ার মধ্যে আছি।’

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের দুই বছরের মাথায় রোনাল্ড কোম্যানের বদলি হিসেবে বার্সার দায়িত্ব গ্রহণ করেন জাভি। সব ধরনের প্রতিযোগিাতয় ৯৬ ম্যাচে জাভির অধীনে বার্সেলোনা এ পর্যন্ত ৬১টি ম্যাচে জয়ী হয়েছে। চলতি মৌসুমেও দারুণ শুরু করেছে জাভির দল। লা লিগায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা।