খেলাধুলা

বিশ্বকাপের পর বিপিএল শেষ এবাদতের

বিশ্বকাপের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন চৌধুরী। জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলা হচ্ছে না এবাদতের। আজ রোববার ঢাকার একটি হোটেলে চলছে বিপিএলের খেলোয়াড় নিলাম। সেখানেই জানানো হয়, বিপিএল খেলতে পারবেন না এই পেসার।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল চোট গুরুতর নয়। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া।

তাকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছিল। ধারনা করা হয়েছিল সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু পুনর্বাসনে ভালো ফিডব‌্যাক না দেওয়ায় তাকে সরিয়ে নেওয়া হয়। এরপর টিম ম‌্যানেজমেন্টের সিদ্ধান্তে তাকে পাঠানো হয় লন্ডনে।

গেল ৩০ আগস্ট সকালে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় ইবাদতের। জানা গেছে, ইবাদতের পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে। ফলে তার বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। এবার ছিটকে গেলেন বিপিএল থেকেও।