খেলাধুলা

দুই মেহেদীর দারুণ বোলিং, খরুচে শরিফুল-হাসানরা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে ৪৯.১ ওভারে ২৬৩ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের অলআউট করতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্পিনাররা। তুলনায় বেশ খরুচে ছিলেন শরিফুল ইসলাম-হাসান মাহমুদরা।

আজ শুক্রবার আসামের গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইনিংস উদ্বোধনে নেমে দারুণ শুরু করেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরারা। ম্যাচের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন এ দুই ব্যাটার। দশম ওভারের দ্বিতীয় বলে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন কুশল পেরারা।

এরপর আসেন কুশল মেন্ডিস। উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তিনি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই নাসুমের ঘূর্ণিতে শান্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এ ডানহাতি ব্যাটার। আউট হওয়ার আগে ২২ রান করেন মেন্ডিস।

এরপরই লঙ্কানদের উপরে চাপ সৃষ্টি করেন শেখ মাহেদী, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এরপর উইকেটে থিতু হওয়ার আগেই মাহেদীর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাদিরা সামাবিক্রমা। 

এরপরই অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা। ম্যাচের ২০তম ওভারের শেষ বলে নিশাঙ্কাকেও সাজঘরে ফেরান মাহেদী। আউট হওয়ার আগে ৬৮ রান করেন তিনি। নিজের ষষ্ঠ ওভার বোলিং করতে এসে ম্যাচে তৃতীয় উইকেটের দেখা পান মাহেদী। এবার তার শিকার চারিথ আসালঙ্কা (১৮)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে লংকানরা। এরপর উইকেটে এসেই ধরা পরেন অধিনায়ক দাসুন শানাকা। ইনিংস লম্বা করতে পারেননি দিমুথ করুনারত্নেও। রিয়াদের থ্রোতে রান আউট হওয়ার আগে ২৭ বলে ১৮ করেন এ বাঁহাতি ব্যাটার। 

পরে মিরাজকে উইকেট দিয়ে ফেরেন অর্ধ শতক তুলে নেয়া ধনঞ্জয় ডি সিলভা (৫৫)।ম্যাচের ৪৮তম ওভারের তৃতীয় বলে ভেল্লালাগেকে রান আউট করে সাজঘরের পথ দেখান মুশফিক। ম্যাচের শেষ মুহূর্তে হেমন্তর ছোট্ট ক্যামিওতে লংকানদের ইনিংস থামে ২৬৩ রানে।