বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা মেতেছেন ভবিষ্যদ্বাণীতে। সেমিফাইনাল খেলতে পারে এমন দলগুলোর নাম প্রকাশ করেছেন তারা। তারই ধারাবাহিকতায় সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং নিজের পছন্দের পাঁচটি দল বেছে নিয়েছেন।
সবচেয়ে চমক জাগানিয়া ব্যাপার হচ্ছে, যুবরাজের পছন্দের তালিকায় নেই পাকিস্তান। তিনি মনে করেন আসরের প্রথম দুই ফেভারিট হলো অস্ট্রেলিয়া ও ভারত। পরের তিনটি জায়গায় আছে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই পাঁচ দলের সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার।
এই বিষয়ে যুবরাজের ভাষ্য, ‘অবশ্যই ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করবো। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় সাউথ আফ্রিকার সাদা বলে একটি ট্রফি দরকার।’
ভারতের বিশ্বকাপ দলে আক্ষর প্যাটেলের জায়গা নিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন। তবে যুবরাজের মতে, অক্ষরের সেরা বিকল্প হতে পারতেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর, ‘অক্ষর না থাকায় আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত ছিল ৭ নম্বরে কে ভালো ব্যাট করতে পারে। আমার মনে হয়, যদি অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলতো তবে ভারত আরেকজন বাঁহাতি পেতো।’
বিশ্বকাপে শুভমান গিল ভারতের ভরসা হবে জানিয়ে বিশ্বকাপজয়ী খেলোয়াড় আরও বলেন, ‘সে ভবিষ্যতের তারকা নয়, সে এখনই তারকা। এ মুহূর্তে দারুণ ছন্দেও আছে। সে ম্যাচ বদলে দিতে পারে। যেকোনো বাধা ভেঙে দিতে পারে। সে ভারতকে ম্যাচ জেতাতে পারবে। এটাই আশা করছি।’