খেলাধুলা

ইশানকে শূন্যতে ফিরিয়ে স্টার্কের অন্যরকম হাফ সেঞ্চুরি 

মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বল। আউটসাইড অফ দিয়ে চলে যাচ্ছিলো। খোঁচা দিয়ে বসেন ইশান কিষান। ব্যাটের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে থাকা ক্যামেরন গ্রিনের হাতে। 

শুভমান গিলের পরিবর্তে খেলতে নামা ইশান আসর শুরু করলেন গোল্ডেন ডাক দিয়ে। আর ইশানের উইকেট দিয়ে স্টার্ক নাম লেখান অন্যরকম এক মাইলফলকে। বিশ্বকাপ ক্যারিয়ারে ১৯তম ম্যাচে পান ৫০তম উইকেটের দেখা। প্রথম ওভারে স্টার্ক মাত্র ১ রান দিয়ে নেন ১ উইকেট। 

এটি স্টার্কের তৃতীয় বিশ্বকাপ। এর আগের ২ বিশ্বকাপে ১৮ ম্যাচে নিয়েছিলেন ৪৯ উইকেট। তার মধ্যে ২০১৫ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ফাইনালে মাত্র ২৮ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন। আসরে প্রতি ১৪.৬২ রানের বিনিময়ে নেন ১টি করে উইকেট! 

এদিকে আজ ২০০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ইশানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। জস হ্যাজলউডের করা পরের ওভারে ভারত হারায় রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট। ক্রিজে বিরাট কোহলি-লোকেশ রাহুল প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন।