বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খুনে মেজাজে ব্যাটিং করলেন রোহিত শর্মা। ১২টি চার ও ৪ ছক্কায় মাত্র ৬৩ বলে তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।
এর মধ্য দিয়ে শচীনকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে শচীনের মোট সেঞ্চুরি ছিল ৬টি। সেখানে পেছনে ফেলে রোহিত আজ সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে অবস্থান নিলেন।
আজ অবশ্য গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ডও ভাঙেন তিনি। এছাড়া বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৭ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে এই রান করেন তিনি। এর মধ্য দিয়ে দ্রুততম ১০০০ এ ডেভিড ওয়ার্নারকে স্পর্শ করেন ভারতের অধিনায়ক।
এর আগে ২০১৫ বিশ্বকাপে রোহিত ১টি এবং ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হাঁকালেন আরও একটি। লিগপর্বের বাকি ৭ ম্যাচের পর সেমিফাইনাল, এমনকি ফাইনালও খেলতে পারেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরির সংখ্যাটা কোথায় নিয়ে গিয়ে থামেন দেখার বিষয়।