‘দিল্লি সাচ মে দিলওয়ালো কে হ্যায়’ অর্থাৎ দিল্লি সত্যিকারেই হৃদয়বানদের শহর।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পরদিন রশিদ শুধু এখানেই থামেননি। আফগানিস্তানের হয়ে গলা ফাটানো দর্শকদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।
রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ২৮৪ রান করে। তাড়া করতে নেমে মাত্র ২১৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। রশিদ ৩ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা পালন করেন।
ম্যাচ চলাকালীন দেখা গেছে রশিদদের হয়ে বড় সংখ্যক দর্শককে গলা ফাঁটাতে। তাদের ধন্যবাদ জানিয়ে রশিদ বলেন, ‘অনেক ধন্যবাদ দর্শকদের যারা আমাদেরকে স্টেডিয়ামে সমর্থন দিয়েছেন। ধন্যবাদ সারা বিশ্বের দর্শকদের যারা আমাদের সমর্থন ও ভালোবাসা দিয়ে গেছেন।’
ইংল্যান্ডের বিপক্ষে এই জয়টি আফগানিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ইতিহাসে আফগানদের এটি দ্বিতীয় জয় আর চলতি বিশ্বকাপে প্রথম। এর আগে টানা ১৪ ম্যাচ হেরেছে তারা।