খেলাধুলা

মার্শের মেইডেন, ওয়ার্নারের রেকর্ড সেঞ্চুরি

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ তুলোধুনো করেন পাকিস্তানের বোলারদের। তারা দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ওয়ার্নার মাত্র ৮৫ বলে ৭টি চার ও ৬ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। তার পর পরই মার্শও করেন সেঞ্চুরি। তিনি ১০০ বলে ১০টি চার ও ৬ ছক্কায় করেন সেঞ্চুরি। জন্মদিন বিশ্বকাপের মঞ্চে এটার তার প্রথম সেঞ্চুরি। আর ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়।

অন্যদিকে সেঞ্চুরি করে রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করেছেন ওয়ার্নার। বিশ্বকাপের মঞ্চে এটা ছিল ওয়ার্নারের পঞ্চম সেঞ্চুরি। তার আগে এই রেকর্ড গড়েছিলেন পন্টিং। আজ তাকে ছুঁলেন ওয়ার্নার। আর ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ২১তম সেঞ্চুরি।

ওয়ার্নারের ১২৪ ও মার্শের ১২১ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে ২৫৯ রান তুলে। যা বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী জুটিতে তাদের সর্বোচ্চ। এর আগে ২০১১ বিশ্বকাপে ব্রাড হাডিন ও শেন ওয়াটসন উদ্বোধনী জুটিতে ১৮৩ রান তুলেছিলেন।