খেলাধুলা

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো পাকিস্তান

শেষ দুই ম্যাচে সুবিধা করতে না পারা পাকিস্তান আজ সোমবার পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে। চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান করেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ২৮৩ রান।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। ইমাম ২ চারে ১৭ রান করে আউট হলেও শফিক তুলে নেন ফিফটি। দলীয় ১১০ রানের মাথায় ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে আউট হন তিনি।

অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান অবশ্য আজ সুবিধা করতে পারেননি। ১২০ রানের মাথায় তিনি ফেরেন ব্যক্তিগত ৮ রানে। ১৬৩ রানের মাথায় সৌদ শাকিল ফেরেন ৩ চারে ২৫ রান করে।

তবে রান খরায় থাকা বাবর আজম আজ সবচেয়ে ভালো করেন। তিনি ৯২ বলে ৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করে আউট হন দলীয় ২০৬ রানের মাথায়।

সেখান থেকে ইফতিখার আহমেদ ও শাবাদ খানের ঝড়ো ইনিংসে পাকিস্তান ৭ উইকেটে ২৮২ রানের সংগ্রহ পায়। ইফতিখার মাত্র ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন। আর শাদাব ১ চার ও ১ ছক্কায় করেন ৪০ রান।

বল হাতে আফগানিস্তানের নূর আহমদ ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর নাভিন-উল-হক ৭ ওভারে ৫২ রান দিয়ে নেন ২ উইকেট।