শেষ দুই ম্যাচে সুবিধা করতে না পারা পাকিস্তান আজ সোমবার পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে। চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান করেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ২৮৩ রান।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। ইমাম ২ চারে ১৭ রান করে আউট হলেও শফিক তুলে নেন ফিফটি। দলীয় ১১০ রানের মাথায় ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে আউট হন তিনি।
অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান অবশ্য আজ সুবিধা করতে পারেননি। ১২০ রানের মাথায় তিনি ফেরেন ব্যক্তিগত ৮ রানে। ১৬৩ রানের মাথায় সৌদ শাকিল ফেরেন ৩ চারে ২৫ রান করে।
তবে রান খরায় থাকা বাবর আজম আজ সবচেয়ে ভালো করেন। তিনি ৯২ বলে ৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করে আউট হন দলীয় ২০৬ রানের মাথায়।
সেখান থেকে ইফতিখার আহমেদ ও শাবাদ খানের ঝড়ো ইনিংসে পাকিস্তান ৭ উইকেটে ২৮২ রানের সংগ্রহ পায়। ইফতিখার মাত্র ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন। আর শাদাব ১ চার ও ১ ছক্কায় করেন ৪০ রান।
বল হাতে আফগানিস্তানের নূর আহমদ ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর নাভিন-উল-হক ৭ ওভারে ৫২ রান দিয়ে নেন ২ উইকেট।