বিশ্বকাপের মহারণ চলছে। এর মধ্যে পাকিস্তানের মেয়েরা এলো বাংলাদেশ সফরে। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের জন্য মঞ্চ প্রস্তুত, কিন্তু বাগড়া দিচ্ছে ঘূর্ণিঝড় হামুন। ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারলেও বাংলাদে দল মাঠে নামবে পাকিস্তানকে হারাতেই।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে আজ সন্ধ্যায় দুই দলের অধিনায়কদের নিয়ে হয়েছে ট্রফি উন্মোচন।
সময়মতো খেলা মাঠে গড়াবে কি না, সেটা নিয়েও আছে শঙ্কা। তবে এটা ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
‘আমরা এখানে কিছুদিন আগে এসেছি, যেন সিরিজের আগে ভালো প্রস্তুতি নিতে পারি। আর আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। যা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই ভাবছি। ম্যাচ খেলার সব প্রস্তুতি নিয়েই মাঠে যাব।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডের কথাও মনে করিয়ে দিয়েছেন জ্যোতি, ‘যদি পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন যে আমরা সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ভালো করেছি। আশা করি এবারও ভালো হবে।’
এদিকে পাকিস্তান অধিনায়ক নিদা দার পুড়ছেন প্রস্ততি ম্যাচ না খেলার আক্ষেপে। ‘বাংলাদেশে ফিরে এসে ভালো লাগছে। এখানে দুটি অনুশীলন সেশন পেয়েছি। মানিয়ে নিতে পেয়েছি কন্ডিশনের সঙ্গে। দুর্ভাগ্য যে বৃষ্টির কারনে প্রস্তুতি ম্যাচটা খেলা হয়নি। তবে দল হিসেবে যেখানে আছি, তাতে আমি খুশি।’
শক্তিমত্তায় বাংলাদেশ থেকে বেশ এগিয়ে পাকিস্তান। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান তাই বলছে। এখন পর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশ হেসেছে মাত্র দুটি ম্যাচে। বাকিগুলো মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে। এবার কি ব্যবধান কমাতে পারবে?