চার মাস বয়সী পুত্র সন্তান হারালেন পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফাওয়াদ আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজেই ছেলের মৃত্যু সংবাদ জানিয়েছেন। জন্মের পর থেকেই নানা জটিলতায় ভুগছিলো ফাওয়াদের সন্তান। অবশেষে গত সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন ফাওয়াদ। এক্স-এ তিনি লিখেন, ‘আমার ছোট্ট দেবশিশু, আবার দেখা হবে। অনেকদিন সংগ্রাম করার পর আমার ছেলেটা কষ্টকর ও কঠিন লড়াইয়ে হার মেনেছে। আমি বিশ্বাস করি তুমি আরো ভালো কোথাও গেছো।’
ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে এই ক্রিকেটার আরও লিখেন, ‘তোমাকে অনেক মিস করবো। আর কেউ যেন এই কষ্টের মধ্য দিয়ে না যায় সে আশা করি। সবার কাছে দোয়া চাইছি।’
এর আগে ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে ফাওয়াদ বলেছিলেন, ‘সত্যি বলতে খুব কঠিন সময় যাচ্ছে। জানি না সামনে কী হতে যাচ্ছে। চিকিৎসকেরাও জানেন না। খুবই খারাপ অবস্থা।’
ফাওয়াদের তিন বছরের একটি মেয়ে আছে। চলতি বছরের জুনে দ্বিতীয় সন্তানের মুখ দেখেন এই ক্রিকেটার। তবে জন্মের পর থেকেই নানা জটিলতায় ভুগছিলেন শিশুটি। বিখ্যাত মেলবোর্ন রয়্যাল হাসপাতালে তার চিকিৎসা চলছিলো।
উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ফাওয়াদ। খুব দ্রুত নাগরিকত্বও পেয়ে যান। ২০১৩ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে অভিষেক হয় এ লেগ স্পিনারের। অজিদের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।