২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে সামনের দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটিতে চমক বলতে স্পেনে জন্ম নেওয়া আর্জেন্টাইন বংশোদ্ভূত ডিফেন্ডার পাবলো মাফেয়ো।
স্কালোনির ঘোষিত দলে যথারীতি নেতৃত্বে আছেন লিওনেল মেসি। দলে ফিরেছেন চোটের কারণে সবশেষ বাছাইয়ের ম্যাচগুলো মিস করা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেসান্দ্রো গার্নাচো।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ২২ নভেম্বর তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
বর্তমানে পয়েন্ট টেবিলে চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে ব্রাজিল ও ভেনেজুয়েলা আছে যথাক্রমে তিন ও চার নম্বর স্থানে।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনজালো মনটিয়েল, হেরমান পেস্সেইয়া, মার্কোস আকুনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, লুকাস মার্টিনেস কুয়ার্তা, নিকোলাস তাগলিয়াফিকো, পাবলো মাফেয়ো, ফ্রান্সিসকো ওর্তেগা। মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এসেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্টার, জিওভান্নি লো সেলসো। ফরোয়ার্ড: পাওলো দিবালা, নিকোলাস গনজালেস, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লুকাস ওকাম্পোস।