খেলাধুলা

যখনই শাস্তি দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে: পাপন

যেকোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটতো তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করতো না বলে মন্তব্য করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারের পর শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ড সভাপতি। এ সময় শাস্তি প্রসঙ্গ এলে বিসিবি সভাপতি জানান, তাকে দেশের মানুষ শেষ করে দিয়েছে। 

বিসিবি সভাপতি বলেন, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’

বিভিন্ন সময় গণমাধ্যমে বিভ্রান্তিকর রিপোর্ট, দুইদিন আগে মুশফিকুর রহিমকে ফিক্সিংয়ে জড়িয়ে একটি টিভি চ্যানেলের রিপোর্টসহ নানা বিষয় নিয়ে বিসিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় পাপনকে। তিনি পরিষ্কার কোনো অবস্থান না জানিয়ে বলেছেন, ব্যবস্থা নেওয়া হবে।  

ক্রিকেটের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, এর আগেও বলেছি কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। নিতে তো হবে?’

এ সময় তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সবার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বোর্ডের কর্তাদেরও ছেড়ে কথা বলেননি, ‘ডিসিপ্লিন বলে কিছু আছে? এবার আমার মনে হয় নাই। ডিসিপ্লিন ঠিক করতে হবে না? সেই যেই হোক না কেন? করতে গেলে, আমার বোর্ডের অনেকে ভাবে, মনে হয় আমার পেছনে লাগে।’