খেলাধুলা

আইপিএলের নিলামে ৩৩৩ জন, বাংলাদেশের ৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। প্রথমবার আইপিএলের নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী দশ দল নিলাম থেকে পরবর্তী আসরের ক্রিকেটার দলভুক্ত করবেন।

এবারের নিলামে সারা বিশ্ব থেকে ১১৬৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। সেখান থেকে দশ দলের আগ্রহের প্রেক্ষিতে ৩৩৩ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত নিলাম তালিকায় উঠেছে। যেখানে রয়েছে ১১৯ জন বিদেশি ক্রিকেটার, ২১৪ জন দেশি ক্রিকেটার। ৩৩৩ জনের তালিকায় রয়েছে বাংলাদেশের ৩ ক্রিকেটার।

বাংলাদেশ থেকে ৬ জনের নাম দেওয়া হয়েছিল। ৩ জনের নাম বাদ পড়েছে। মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদের নাম বাদ পড়েছে। নিলামের তালিকায় আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিলাম থেকে ১১৯ জনের বিদেশি থেকে দশ দল সর্বোচ্চ ৩০ জনকে নিতে পারবে। ২১৪ জন দেশি তালিকা থেকে নিতে পারবে ৭৭ জন।

নিয়মিত আইপিএল খেলা মোস্তাফিজ এবার বেইস প্রাইজ ২ কোটি রূপিতে নিজের মূল্য নির্ধারণ করেছেন। যেখানে রয়েছেন আরো ২৩ বিদেশি ক্রিকেটার। তাসকিন ৭৫ লাখ এবং শরিফুল ৫০ লাখ রূপিতে মূল্য নির্ধারণ করেছেন

গতবার মোস্তাফিজের সঙ্গে আইপিএল খেলা লিটন দাস প্রতিযোগিতায় নাম দেননি। সাকিব আল হাসান নিজ থেকে নাম দেননি।