খেলাধুলা

দ্বিতীয় টেস্টের ভারতীয় দলে শামির বদলি আভেশ

দ্বিতীয় টেস্টের ভারতীয় দলে শামির বদলি আভেশ

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই দলের অন্যতম গুরুত্বপুর্ণ পেসার মোহাম্মদ শামি। বোলিং ইউনিটে এক জাসপ্রিত বুমরাহ ছাড়া আর কেউ নিজেদের মেলে ধরতে পারছেন না। দ্বিতীয় টেস্টের আগে তাই শক্তি বাড়াতে আভেশ খানকে দলে যোগ করেছে ভারত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে আভেশকে টেস্টে দলভুক্ত করার বিষয়টি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দলের হয়ে রঙ্গিন পোশাকে ম্যাচ খেললেও সাদা পোশাকে এখনো মাঠে নামা হয়নি আভেশের। জাতীয় দলের হয়ে আটটি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার 

দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই আছেন আভেশ। চলতি মাসে দেশটিতে ভারতের ‘এ’ দলের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন এই ডানহাতি পেসার। এখন ব্যস্ত আছেন বেনোনিতে চারদিনের ম্যাচে, যেখানে তৃতীয় দিনে তিনি ৫ উইকেট শিকার করেছেন। যে কারণেই মূল দলে ডাক পেয়েছেন এই পেসার।

প্রথম শ্রেণির ক্রিকেটে আভেশের রেকর্ড বেশ ভালো। ৩৮টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ২২.৬৫ গড়ে উইকেট নিয়েছেন ১৪৯টি। ৫ উইকেট নিয়েছেন সাতবার। রঞ্জি ট্রফির সবশেষ মৌসুমে মধ্য প্রদেশের হয়ে আট ম্যাচে সর্বোচ্চ ৩৮টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। 

ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী বুধবার, কেপটাউনে।