খেলাধুলা

আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় ভারতের তিন, অস্ট্রেলিয়ার নেই একজনও

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারদের প্রাথমিক তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। চারজনের এই তালিকায় ভারতের তিনজন ব্যাটসম্যান স্থান পেলেও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অস্ট্রেলিয়ার নেই কেউ।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করা বিরাট কোহলি, বছর জুড়ে দারুণ পারফরম্যান্স করা শুভমান গিল, দারুণ বোলিং করা মোহাম্মদ শামি ও নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।

গিল ২০২৩ সালে লম্বা সময় ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন। এক পঞ্জিকাবর্ষে তিনি ১৫৮৪ রান করেন। দুইবার হন আইসিসির মাসসেরা খেলোয়াড়।

কোহলির ব্যাট দারুণভাবে হেসেছিল বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপে তিনি ওয়ানডের রেকর্ড ৫০তম সেঞ্চুরি পূর্ণ করেন। আর এক আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করেন। ২০২৩ সালে কোহলি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি করেন। যা ছিল ওয়ানডেতে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

২০২৩ ওয়ানডে ওয়ানডেতে শামি সর্বোচ্চ ৪৩ উইকেট নেন। এছাড়া বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। অন্যদিকে ড্যারিল মিচেল ২০২৩ সালে ব্যাট হাতে মোট ১২০৪ রান করেন। সেঞ্চুরি হাঁকান পাঁচটি।