রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে নিতে অপেক্ষার প্রহর গুনছিল ব্রাজিল। কিন্তু এরইমধ্যে আনচেলোত্তি রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২০২৬ সাল পর্যন্ত রিয়ালেই থাকবেন তিনি।
এমন সময় জুলাইতে নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকেও শুক্রবার বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সামনেই কোপা আমেরিকার ৪৮তম আসর। সেখানে ভালো করতে কার ওপর ভরসা রাখবে ব্রাজিল? এমন সময় শোনা গেল সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়রের নাম। তাকে নিয়োগ দিতে উঠে-পড়ে লাগেন দায়িত্ব ফিরে পাওয়া সিবিএফ সভাপতি এনদালদো রদ্রিগেস।
সুযোগ বুঝে সাও পাওলো বেঁকে বসে। তারা ৬১ বছর বয়সী এই কোচকে ছাড়বে, তবে ক্ষতিপূরণের বিনিময়ে। অগত্যা ৮ লাখ ইউরো তথা ৯ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে দোরিভালকে। মার্চে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।
সাও পাওলো তাদের অফিসিয়াল পেইজে এক বিবৃতি দিয়ে দোরিভালকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে। অন্যদিকে দোরিভালও সাও পাওলোর ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়াটাকে বিরাট সম্মানের এবং তার স্বপ্ন ছিল বলে উল্লেখ করেছেন।
দোরিভাল তার ফুটবল ক্যারিয়ারে রক্ষণাত্মক মিডফিল্ডার ছিলেন। গেল দুই দশক ধরে কোচিং ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছেন। তার তত্ত্বাবধানে সাও পাওলো গত বছর ব্রাজিলিয়ান কাপের শিরোপা জিতে।
২০০২ সাল থেকে কোচিং পেশায় থাকলেও ব্রাজিলের বাইরে কোথাও কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার। সাও পাওলো ছাড়া ফ্লেমেঙ্গোও সফলতা পেয়েছিল তার তত্ত্বাবধানে। কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়ান কাপ জিতেছিল। এছাড়া তিনি ক্রুজেইরো, ভাস্কো দা গামা, ইন্টারন্যাসিওনাল ও অ্যাটলেটিকো পারানায়েন্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন।
দিনিজের তত্ত্বাবধানে বিশ্বকাপ বাছাইপর্বে সুবিধা করতে পারেনি সেলেসাওরা। বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। যা দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার সর্বশেষ স্থান। এর একধাপ নিচে থাকলে মহাদেশীয় প্লে-অফ খেলতে হবে ভিনিসিউস-নেইমার-রদ্রিগোদের।
চলতি বছরের সেপ্টেম্বরে আবার বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে নেইমার-রদ্রিগোরা। দোরিভালের তত্ত্বাবধানে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা দেখার বিষয়।