খেলাধুলা

বিএসজেএ মিডিয়া কাপের ফাইনালে টি স্পোর্টস ও চ্যানেল আই

রোমাঞ্চ, উত্তেজনা, উন্মাদনা ছড়িয়ে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ পর্দা নামার অপেক্ষায়। ৩২ মিডিয়া হাউজ নিয়ে যে লড়াই শুরু হয়েছিল, ব্যাট-বলের তুমুল প্রতিদ্বন্দ্বীতা শেষে সেটা এখন ফাইনালের মঞ্চে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পঞ্চম দিনের খেলায় দুটি সেমিফাইনালে দারুণ লড়াই শেষে ফাইনালে উঠেছে চ্যানেল আই ও টি স্পোর্টস। চ্যানেল আই হারিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। টি স্পোর্টস জয় পায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিপক্ষে।

আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) পল্টন মাঠে সকাল ১০টায় ফাইনালে মুখোমুখি হবে টি স্পোর্টস এবং চ্যানেল আই।

সেমিফাইনালে চ্যানেল আই ৩৬ রানে হারায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আগে ব্যাটিং করে চ্যানেল আই ১ উইকেটে ১২০ রান করে। দলের হয়ে নিলাদ্রি ১৪ বলে ২৭, রাহুল ৭ বলে ১৪ এবং সজিব ৭ বলে ৩২ রান করে। শেষ দিকে মিলন মাত্র ৮ বলে ৩১ রান করে দলের রান চূঁড়ায় নিয়ে যান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হয়ে একমাত্র উইকেটটি নেন তানজিল। ভালো ব্যাটিংয়ের পর মিলন বল হাতে নেন ২ উইকেট। সঙ্গে সজিব ও রাহুল পেয়েছেন উইকেট। তাতে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ৮৪ রানে থেমে যায় তাদের ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিলন। 

অপর সেমিফাইনালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ৩৩ রানে হারিয়েছে টি স্পোর্টস। টি স্পোর্টস আগে ব্যাটিং করে ১০২ রান করে। জবাবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড করতে পারে ৬৯ রান। টি স্পোর্টসের ওপেনার শোভন ১৪ বলে ৩৩, পারভেজ ১২ বলে ৩৩ রান করেন। আশরাফ ৪ বলে করেন ১০ রান। বোলিংয়ে প্রান্ত ও রোমেল একটি করে উইকেট নেন।  বিজনেস স্ট্যান্ডার্ডের হয়ে সৈকত ১৬ বলে ৩২ রান করলেও বাকিরা কেউ ভালো করতে পারেনি। টি স্পোর্টসের হয়ে শোভন ও পারভেজ ২টি করে উইকেট নেন। অলরাউন্ড নৈপূণ্যে বিজয়ী দলের পারভেজ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।