খেলাধুলা

‘আমার জায়গা থেকে সত্যিটাই বলেছি’ -মাশরাফির বিপিএল খেলা নিয়ে আশরাফুল

মাশরাফি বিন মুর্তজা খেলার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ছোট করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিপিএল সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসে এমন মন্তব্য করেন তিনি।

আশরাফুলের এমন মন্তব্য মুহুর্তে ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মতো। সাধারণ ক্রিকেট দর্শক, ভক্ত, বোদ্ধা হতে শুরু করে সাবেক ক্রিকেটার পর্যন্ত আশরাফুলের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। আশরাফুলের সাবেক সতীর্থ পেসার সৈয়দ রাসেলতো ব্যক্তিগত আক্রমণ করে তীর্যক মন্তব্য পর্যন্ত করেছেন।

সাবেক সতীর্থ মাশরাফিকে নিয়ে করা এমন মন্তব্যের জেরে পাল্টা প্রতিক্রিয়ায় কি ভাবছেন আশরাফুল? রাইজিংবিডিকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুঠোফোনে সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, ‘আমি আমার জায়গা থেকে যেটা সত্যি সেটা বলেছি। আমি এটাও বলেছি, ফ্র্যাঞ্চাইজির চাওয়ায় সে হয়তো খেলছে। কিন্তু টুর্নামেন্টের মান ছোট হচ্ছে এ কারণে।’

সাবেক সতীর্থ রাসেলের তীর্যক মন্তব্য নিয়ে প্রশ্ন করলে আশরাফুল বলেন, ‘কে কী বললো সেটা নিয়ে আমি ভাবছি না। আমি যেটা বলেছি সেটা আমার দিক থেকে আমার জায়গা থেকে সঠিক। কারও মন্তব্য আমি আটকাতে পারবো না। এগুলো নিয়ে চিন্তিত না।’

মাশরাফির খেলা নিয়ে টি-স্পোর্টসে আশরাফুল বলেছেন, ‘এই টুর্নামেন্টে আসলে...সে (মাশরাফি) কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকেরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয়, এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে। কারণ, এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। এই জায়গায় একটা মিসিং।’

রাসেল ফেসবুক স্ট্যাটাসে আশরাফুলকে সরাসরি আক্রমণ করে লেখেছেন, ‘শেষ কয়েক বছর, প্রিমিয়ার লিগ বলেন আর বিপিএল বলেন, খেলার জন্য ক্ষুণ্ণ এহেন ও কোন কাজ নেই যেটা, আশরাফুল করে নাই, শেষবার প্রিমিয়ার লিগেও তো মোহামেডানে, আশরাফুলকে ম্যাচ খেলানো হয়নি বলে, মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল, আর নিজের রান করার জন্য টিমকে ডুবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে বেটার আর কেউ নেই। বাংলাদেশে আরে ভাই তোর তো বোঝা উচিত টিমের মালিক, যারা কিনা কোটি কোটি টাকা খরচ করছে বিপিএলে, তারাই চাইছে মাশরাফি খেলুক, সো হোয়াটস ইওর প্রবলেম?’

ইনজুরির সঙ্গে খেলা নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলেছেন মাশরাফি। জানিয়েছেন এটা আদর্শ অবস্থান নয়, ফ্র্যাঞ্চাইজির চাওয়ায় খেলছেন, ‘আমি যেটা মনে করেছি, এটা (চোট নিয়েও খেলা) আদর্শ অবস্থান না। আর কে খেললে ভালো হতো সেটা পরের বিষয়, টিমের বিষয়। ওটা (নিয়ে) তো টিম কারও সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। বাট, যেটা আপনি বলছেন, আইডিয়াল সিচুয়েশন অবশ্য ওইটাই (মাশরাফির না খেলা) হওয়া উচিত।’

এখন পর্যন্ত মাশরাফি বিপিএলে দুই ম্যাচ খেলেছেন। প্রথমটতে শর্ট রান-আপে ২.৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে আসেননি। ব্যাট হাতে ৬ রান করেন।