খেলাধুলা

দারুণ বোলিংয়ে কুমিল্লার সংগ্রহ বড় হতে দেয়নি সিলেট

সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করলো সিলেট সিক্সার্স। তাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহটা বেশি বড় হয়নি। ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৩০ রান। জিততে সিলেটকে করতে হবে ১৩১ রান।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৪ ওভার বল করে মাত্র ১৯ রান দেন। সামিত প্যাটেল ছিলেন আরও কৃষণ। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন তিন-তিনটি উইকেট। এছাড়া রিচার্ড এনগ্রাভা ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। রেজাউর রহমান রাজা সুযোগ পেয়ে ৩ ওভার বল করে ১ মেডেনসহ দেন ২৪ রান। আর তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন একটি উইকেট।

সিলেটের দারুণ বোলিংয়ে ব্যাট হাতে কুমিল্লার তিনজন ছাড়া কেউ সুবিধা করতে পারেনি। ইমরুল কায়েস ২৮ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩০ রান। জাকের আলী ২৭ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ২৯ রান। আর খুশদীল শাহ ২২ বলে ১ চারে করেন ২১ রান। এর বাইরে মোহাম্মদ রিজওয়ান ১৬ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৪ রান।

বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

ঢাকা পর্বে কুমিল্লা দুই ম্যাচের একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। অন্যদিকে সিলেট তাদের দুই ম্যাচের দুটিতেই হেরেছিল। আজ কুমিল্লাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় কিনা দেখার বিষয়।