সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডস টু-র সেন্ট্রাল উইকেটে ব্যাটিং করেছিলেন সাকিব আল হাসান। পেছনে ক্যামেরা। কয়েকটি বল মুখোমুখি হওয়ার পর নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখছিলেন। একটু এদিক সেদিক মনে হলে নিজে-নিজেই সেটি ঠিক করে আবার ব্যাটিং অনুশীলনে মনোযোগ দেন।
শনিবার (২৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের ম্যাচ সন্ধ্যা ৬টায় হলেও সাকিব মাঠে এসে পড়েন ১২টায়। উদ্দেশ্য, ব্যাট হাতে নিজেকে ঝালাই করে নেওয়া। চোখের চিকিৎসায় সিঙ্গাপুর যাওয়াতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলেছেন কোনো প্রকার অনুশীলন ছাড়াই। বল হাতে মিতব্যয়ী থাকলেও ব্যাট হাতে ছিলেন পুরোনো রূপে। নেমেছেন আটে। ৪ বলে আসে ২ রান।
গতকাল ম্যাচ শেষে রংপুর কোচ সোহেল ইসলাম জানিয়েছিলেন ব্যাটার সাকিবকে ফিরে পেতে সময় লাগবে, প্রস্তুতি নিতে হবে। আদতে আজ থেকে ব্যাট হাতে সাকিবের ফেরার লড়াই শুরু হলো। দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ব্যাটিং করেন এক নাগাড়ে। শুরুর দিকে ছিলেন নড়বড়ে। একটু গতি হলেই মিস করছিলেন। নিজেই নিজের উপর হচ্ছিলেন বিরক্ত।
তবে দ্রুত সামলে নেন। ধীরে ধীরে সাবলীল ব্যাটিং শুরু করেন। শেষ দিকে অফে ড্রাইভ করতেও দেখা গেছে বিশ্ব-সেরা অলরাউন্ডারকে। গত কয়েক দিনের তুলনায় আজ সাকিবকে স্বাচ্ছন্দ্যে দেখা গেছে বলে জানিয়েছেন অনুশীলনে থাকা রংপুরের স্পিন কোচ মোহাম্মদ রফিক। মুঠোফোনে রফিক বলেন, ‘যে কয়দিন দেখেছি, সেই তুলনায় আজ মোটামুটি আত্মবিশ্বাসী মনে হয়েছে। দেখি আজ কী হয়। তেমন কথা হয়নি। এমনিতে সাকিব বলেছে, ঠিক আছি।’
রফিকসহ সাকিবের সঙ্গে অনুশীলনে ছিলেন ব্যাটিং পরামর্শক শাহরিয়ার নাফিস, ট্রেনার রুবাইয়াত প্রমুখ। ‘আমরা নিজেরাই বোলিং করলাম। মাশাল্লাহ ভালোই আছে। এখন সমস্যাটা চোখের। আর ক্রিকেট তো চোখের খেলা। সেখানেই সাকিবের সমস্যা। দেশের মানুষ তো চায়, আশা করে সাকিব খেললে বড় কিছু করবে। কিন্তু যে চোখ দিয়ে খেলবে, সেই চোখে সমস্যা হলে কিভাবে খেলবেন’-চোখের সমস্যা নিয়ে বলছিলেন রফিক।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে সন্ধ্যায় নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নামবে রংপুর। এই ম্যাচেও সাকিব খেলবেন নিশ্চিত। তার আগে প্রস্তুতির পর্ব সেরে নিলেন। আত্মবিশ্বাসী সাকিবকে ব্যাট হাতে পুরোনোরূপে দেখা যাবে তো এবার?