খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা

আগামী মাসে তিন ম্যাচ টি-টোয়েন্টি, তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। ওইদিনই তারা চলে যাবে সিলেটে। যেহেতু টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটে ৪ মার্চ প্রথম, ৬ মার্চ দ্বিতীয় ও ৯ মার্চ হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও শেষটি হবে বিকেল ৩টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে উভয় দল যাবে চট্টগ্রাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের বাকি দুই ম্যাচ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। শেষেরটা শুরু হবে সকাল ১০টায়।

সেখান থেকে দল যাবে আবার সিলেটে। সেখানে ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। শেষ টেস্ট হবে আবার চট্টগ্রামে। ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।