খেলাধুলা

সাকিবের বিশ্বাস, ‘মুমিনুল নিশ্চিত অবদান রাখবে’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢোল তখনো বাজেনি। মিরপুরের ইনডোরে সাদা বলে ঘাম ঝরাচ্ছিলেন মুমিনুল হক। লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন তাসকিন আহমেদের বিপক্ষে। সাদা বলে অনুশীলন, তবে কি বিপিএলের প্রস্তুতি? বের হতেই, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে মুমিনুল দিয়েছেন ‘স্মিত হাসি।’

বিপিএলের ড্রাফটে অবিক্রীত ছিলেন। তবে আলাদাভাবে মুমিনুলের কথা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। টুর্নামেন্টের মাঝপথে এসে এই বাঁহাতি ব্যাটারকে দলে নেয় রংপুর রাইডার্স। অপেক্ষার অবসান ঘটে মুমিনুলের।  একই দলে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। 

তার অন্তর্ভুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় শুক্রবার গণমাধ্যমে সাকিব জানান, মুমিনুল নিশ্চিতভাবে দলের  জন্য অবদান রাখবে, ‘দেখুন প্রথমত ক্যাপ্টেন-কোচ কোনোটাই আমি না। দলের প্ল্যান কী এটা ক্যাপ্টেন-কোচ ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় মুমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার এক্সপেরিয়েন্স বা ওর যে পারফরম্যান্স এটা আমাদের কাজে আসবে বলে মনে করি।’

‘আমি নিশ্চিত যে ক্যাপ্টেন ও কোচ কোনো না কোনোভাবে প্ল্যান করে ওকে দলে নিয়েছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও দলের হয়ে অবদান রাখতে পারবে’-আরও যোগ করেন সাকিব। 

বিপিএলে নিয়মিত নন মুমিনুল হক। তবুও রান তোলার তালিকায় এখনও ষোলো নম্বরে তার অবস্থান। ৮২ ম্যাচে ৭১ ইনিংসে মুমিনুলের রান ১৩৬৪। নামের পাশে রয়েছে ৭ ফিফটি। ব্যাটিং গড় বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানের সঙ্গে তুলনীয়। গড় ২০.৬৬, স্ট্রাইক রেট একশর ওপরে, ১০৭.৪৮। 

মাঝপথে যোগ দিলেও তার মানিয়ে নিতে সমস্যা হবে না বলে বিশ্বাস করেন মুমিনুল, ‘আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও তো জানি।  খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি।’