খেলাধুলা

খুলনার বোলিং দাপটে ঢাকার মাঝারি পুঁজি

এই ম্যাচ দুর্দান্ত ঢাকার জন্য ছিল স্রেফ মান রক্ষার।এদিকে রংপুরের জন্য জয়ে ফেরার। এমন ম্যাচেও ব্যাটিংয়ে হতশ্রী দশা তাসকিন আহমেদের দলের। খুলনার বোলিং তোপে এক পর্যায়ে একশর আগেই গুটিয়ে যাবার শঙ্কা ভর করেছিল ঢাকার। সেটা না হলেও বড় পুঁজি পায়নি তারা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের সংগ্রহ পেয়েছে রাজধানীর দলটি।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ঢাকা। দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েইন পারনেলের আঘাতে অসহায় হয়ে যায় ঢাকার ব্যাটসম্যানরা। একে একে বিদায় নেন নাঈম শেখ, রসিঙ্গটোন ও সাইফ হাসান।

এরপর জুটি বাঁধেন আলেক্স রস ও ইরফান শুক্কর। দুজন মিলে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে বেশিদূর আগাতে পারেননি। দুজনই সমান ২৫ রান করে আউট হলে বিপদে পড়ে ঢাকা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

শেষদিকে মোসাদ্দেক হোসেন ও চতুরঙ্গা ডি সিলভা চেষ্টা করেছিলেন দলকে ভালো পুঁজি এনে দেবার। তবে মোসাদ্দেক ২৬ ও সিলভা ১৭ রানের বেশি করতে পারেননি। তাতে মোটামুটি পুঁজি পায় তাসকিনের দল।