ডেভিড মিলার কাভার পয়েন্টে বাউন্ডারি হাঁকাতেই আগে থেকে ডাগআউটে থাকা মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরা দিলেন ভোঁ দৌড়। বন্ধ হয়ে গেল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট। বর্ণিল আলোতে ঝলমল করতে থাকে হোম অব ক্রিকেট। সঙ্গে আতশবাজির ঝলকানি আর ফরচুন বরিশালের থিম সং!
মিরাজরা গিয়েই মিলার-মাহমুদুল্লাহ রিয়াদকে মাথায় তুলে নেন। মিনিট পাঁচেক সেন্টার উইকেটের পাশে চলে বুনো উদযাপন। তবে সেটা যেন বাকি ছিল কিছুটা। ড্রেসিংরুমের সামনে এসে শুরু হয় মুশফিক-মিরাজের গানের তালে তালে নাচ। এ সময় বরিশালের মালিক মিজানুর রহমানকে কাধে তুলে নেন বরিশালের ক্রিকেটাররা।
কিছুক্ষণ নাচের পর পুরো মাঠ ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন বরিশালের ক্রিকেটাররা। এ সময় মুশফিকরা নাচতে-নাচতে ক্লান্ত হয়ে পড়েন। প্রায় আধঘণ্টার মতো চলে বরিশালের প্রথম চ্যাম্পিয়নশিপের উদযাপন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল। অষ্টম আসরে ফাইনালে উঠলেও বরিশালকে ১ রানে হারতে হয়েছিল এই কুমিল্লার কাছে। এবার তামিম ইকবালের অধীনে যেন মধুর প্রতিশোধ নেয় দলটি।