বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) মানেই কাউন্সিলরদের জন্য দামি কোনো উপহার। এবারও এর ব্যতিক্রম নয়। আসছে এজিএমে উপহার হিসেবে থাকছে আইপ্যাড ও নগদ ৫০ হাজার টাকা।
৩১ মার্চ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এজিএম অনুষ্ঠিত হবে। শনিবার (৯ মার্চ) বিসিবি ম্যানেজমেন্ট অফিসে দশম বোর্ড মিটিংয়ে এজিএমের উপহারের বিষয়টি চূড়ান্ত হয়। মোট ১৭০ জন কাউন্সিলরকে এই উপহার দেওয়া হবে। মিটিং শেষে রাইজিংবিডিকে বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
এই পরিচালক জানান, ‘আমরা আইপ্যাড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি যদি না পাওয়া যায় তাহলে কোনো না কোনো ডিভাইস দেওয়া হবে। এ ছাড়া নগদ অর্থ হিসেবে থাকছে ৫০ হাজার টাকা।’
এই এজিএমের লক্ষ্যে আজ বোর্ড মিটিংয়ে বসে বিসিবি। আজ গত ২০ মাসের হিসেব-নিকেশ ও আগামী বছরের বাজেট নিয়ে আলোচনা করেন পরিচালকরা। বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের এটি দ্বিতীয় এজিএম।
এর আগের এজিএমে (২০২২) ছিল মুঠোফোন ও ৫০ হাজার টাকা। আর বিসিবির নির্বাচনের আগের এজিএমে ছিল ল্যাপটপ ও ১ লক্ষ টাকা।