খেলাধুলা

লঙ্কান ক্রিকেটাদের সঙ্গে বাদানুবাদ, শাস্তি পাচ্ছেন তাওহীদ

বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে আউটের পর শ্রীলংকান ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাওহীদ হৃদয়। তাতে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ হওয়ায় শাস্তি পাচ্ছেন এই ডানহাতি ব্যাটার।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। শাস্তি হিসেবে তাওহীদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিবৃতিতে আইসিসি জানায়, আচরণবিধি ২.২০ ধারা অনুযায়ী লংকান ক্রিকেটারদের সঙ্গে তাওহীদ বাদানুবাদে জড়ানোয় খেলার স্পিরিট নষ্ট হয়। জরিমানার সঙ্গে তাওহীদ ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত ২৪ মাসে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

তাওহীদ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় এই বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ ও তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এই অভিযোগ আনেন তাওহীদে বিরুদ্ধে।

উল্লেখ্য, আইসিসির লেভেল-১ আচরণবিধি ভঙ্গ করলে ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা ও ১ অথবা ২টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়।