২০২০ সালে প্রথম ক্রিকেট বল হাতে নেওয়া। ২০২৪ সালে জাতীয় দলে অভিষেক! সেটাও টেস্ট ক্রিকেটের মতো অভিজাত ফরম্যাটে। নাজমুল হোসেন শান্ত যখন নাহিদ রানাকে টেস্ট ক্যাপ তুলে দেন তখন নিশ্চয়ই চোখে আনন্দাশ্রু ভিজিয়েছে দ্রুতগতির বোলারকে।
চাপাইনবাবগঞ্জের তরুণ পেসারের আজ যাত্রা শুরু হলো আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের ১০৩ নম্বর টেস্ট ক্রিকেটার। এই ম্যাচকে ঘিরে গতকাল থেকেই অনেক যদি-কিন্তু, সংশয়ের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছিল। আবহাওয়া কিছুটা গুমট থাকায় ম্যাচটা যথাসময়ে গড়াবে কিনা তা নিয়ে ছিল প্রবল সংশয়। আবার আগের রাতে প্রবল বৃষ্টি সেই শঙ্কা বাড়িয়ে দিয়েছিল। তবে ভোর হতেই সিলেটের আকাশ ফকফকা। রৌদ্রজ্জ্বল আবহাওয়া সাদা পোশাকের ক্রিকেটকে আমন্ত্রণ জানায় দুহাত ভরে। ব্যাট-বলের ঠুকঠাক শব্দ আর সকালের মিষ্টি রোদ, পিকচার পারফেক্ট সিচুয়েশন ফর টেস্ট ক্রিকেট।
মাঠে নামার আগে অন্য রকম এক ঘটনারও সাক্ষী হয়ে গেল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তর আজ টেস্ট অধিনায়কত্বে যাত্রা শুরু হলো। এর আগে সাকিবের পরিবর্তে দুই টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়ে রীতিমত চমকে দিলো। নয় বছর পর বাংলাদেশ ঘরের মাঠে এমন কিছুর সাক্ষী হলো।
২০১৫ সালের মে’র পর এবারই প্রথম টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ। সেবার মিরপুরে ম্যাচ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। এই দুই টেস্টের মাঝে বাংলাদেশ ঘরের মাঠে ২৭ টেস্ট খেলেছে। যার ১৪টিতেই টস জিতে ব্যাটিং নিয়েছিল। এবারই প্রথম ফিল্ডিং নিয়ে শান্ত ও টিম বাংলাদেশের পরিকল্পনা অনেকটা পরিস্কার হয়েছে। তিন পেসার নিয়ে মাঠে নামা বাংলাদেশ অনেকটাই অনভিজ্ঞ ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কার তিন খেলোয়াড় ম্যাথুজ, চান্দিমাল ও করুনারত্নের মিলিত টেস্ট সংখ্যা (২৭৩) বাংলাদেশের পুরো স্কোয়াডের টেস্ট সংখ্যার (২৭১) চেয়েও বেশি!
এই দলে কেবল মুমিনুল হকই পঞ্চাশটির বেশি টেস্ট খেলেছেন। বাকিদের অবস্থা কল্পনা করা যায় সহজেই। দুই টেস্টের মাঝে নয় বছরের বিরতিতে টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে ছয়টিতে, ড্র আছে দুটি। আর হেরেছে ছয়টি। সিলেটে এই ম্যাচের ভাগ্যে কি লিখা আছে তা সময়ই বলে দেবে।