খেলাধুলা

ছক্কার বৃষ্টিতে রাসেলের ‘অন্যরকম’ ডাবল সেঞ্চুরি 

শুরুর দিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে উইকেট হারিয়ে ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স। এক প্রান্তে আগলে রেখে ফিফটি হাঁকান ফিল সল্ট। তার আউটের পর যেন শুরু হয় আসল খেলা। রিংকু সিংয়ের সঙ্গে রেকর্ড জুটি গড়ে ছক্কার ডাবল সেঞ্চুরিতে নাম লেখান আন্দ্রে রাসেল। ফিফটি করেন মাত্র ২০ বলে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নবম ব্যাটার হিসেবে ২০০ ছয় হাঁকানোর কীর্তি গড়েন দ্রে রাস। ৯৭ ইনিংসে ছয়ের ডাবল সেঞ্চুরিতে নাম লেখান রাসেল। ৩৫৭ ছয় মেরে সবার উপরে আছেন আরেক ক্যারিবীয়ান ক্রিস গেইল। 

১১৯ রানের ৬ উইকেট হারানোর পর রাসেল-রিংকু সপ্তম উইকেটে যোগ করেন ৩৩ বলে ৮১ রান। কলকাতার হয়ে এটি  এই উইকেটে পঞ্চম সর্বোচ্চ জুটি। ১৫ বলে ২৩ রান করে রিংকু আউট হলে ভাঙে এই জুটি। রাসেল থামেন ২৫ বলে ৬৪ রান করে। ছয়ের মার ছিল ৭টি আর চারের মার ৩টি। 

সল্টের পর রাসেলের ঝড়ো ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে। সল্টের ব্যাট থেকে আসে ৫৪ রান। এক প্রান্তে দেয়াল হলে তিনি ম্যাচের ভিত গড়ে দেন। এ ছাড়া ১৭ বলে ৩৫ রান করেন রনদীপ সিং। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নটরজান।