খেলাধুলা

অস্ট্রেলিয়ার ঘূর্ণি জাদুতে একশ’র আগেই অলআউট বাংলাদেশ

৭, ৩, ৫ ও ১। বাংলাদেশের প্রথম চার ব্যাটারের রান। অথচ অস্ট্রেলিয়াকে প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮.৩ ওভার পর্যন্ত। দ্বিতীয় উইকেটের জন্য ১৫.২ ওভার পর্যন্ত! ফারজানা হকরা যেন নেমেছিলেন উইকেট না দেওয়ার মন্ত্র নিয়ে। 

কিন্তু এটি বুমেরাং হয়েছে। বল বেশি হজম করে চাপে পড়ে অস্ট্রেলিয়া মেয়েদের ঘূর্ণি জাদুতে উইকেট বিলিয়ে এসেছেন বাংলাদেশের মেয়েরা।

টস জিতে রোববার মিরপুর শের-ই-বাংলায় ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট হয় এক’শর আগেই মাত্র ৯৭ রানে। প্রথম ম্যাচে অলআউট হয় ৯৫ রানে। শেষ দুই জুটিতে ৩৬ রান বাংলাদেশকে আরও কম রানে অলআউট হওয়া থেকে রক্ষা করে।

শেষ দিকে সুলতানাকে সঙ্গে নিয়ে ১৬ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাহিদা আক্তার। ৫ রানে সুলতানার বিদায়ে এই জুটিও বেশি লম্বা হয়নি। শেষ জুটিতে নাহিদার সঙ্গী হন মারুফা, দুজনে ২০ রানের জুটি গড়েন। নাহিদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২২ রান। ৫ রানে অপরাজিত ছিলেন মারুফা।

শুরুতে ভুরি-ভুরি বল হজম করলেও দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি প্রথম চার ব্যাটারের মধ্যে কেউই। সর্বোচ্চ ৫২ বল খেলেন ৭ রান করা ফারজানা। ২০ বলে ৩ রান করেন সোবহানা মোস্তারি। ২৪ বলে ৫ আসে মুরশিদা খাতুনের ব্যাট থেকে। আর ৫ বলে ১ রান করেন নিগার সুলতানা জ্যোতি।

এরপর ফাহিমা খাতুন-রিতু মণির ২৫ রানের জুটি। ১০ রানে রিতু আউট হলে ভাঙে এই জুটি। ফাহিমাও রিতুর পথ ধরেন ১ রান বেশি করে। এবার ক্রিজে এসে দ্রুত ফেরেন স্বর্ণা আক্তার (৩) ও রাবেয়া খান (২)। ৬১ রানে ৮ উইকেট হারানোর পর হাল ধরেন নাহিদা আক্তার-সুলতানা খাতুন। দুজনের জুটির এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নাহিদা-মারুফা। না হয় বাংলাদেশকে থামতে হতো আরও আগেই।

মিরপুরের উইকেট অজি স্পিনারদের যেন কোনো জবাব ছিল না জ্যোতিদের। পেসার মেগান নিয়েছেন মাত্র ১ উইকেট। বাকি উইকেট ঢুকেছে স্পিনারদের পকেটে। সর্বোচ্চ ৩ উইকেট করে নেন আজই একাদশে আসা সফি মলিনেক্স ও গার্ডনার। ২ উইকেট নেন জর্জিয়া।