আগের ম্যাচে গেল বৃহস্পতিবার ফিফা র্যাংকিংয়ে ২৬তম অবস্থানে থাকা সুইডেনের বিপক্ষে খেলেছিল পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো খেলেননি, কিন্তু পর্তুগাল জিতেছিল ৫-২ গোলে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে ফিফা র্যাংকিংয়ে ৫৫তম স্থানে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে খেলে পর্তুগাল। এই ম্যাচে মাঠে নামেন রোনালদো, আর পর্তুগাল ম্যাচটি হেরে যায় ২-০ গোলে। তাতে পর্তুগালের টানা ১১ ম্যাচে জয়ের রেকর্ডে ছেদ পড়লো।
অবশ্য রোনালদো-কানসালোদের বিপক্ষে যে স্লোভেনিয়া অনায়াস জয় পেয়েছে তেমন নয়। প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। এ সময় পাল্টা আক্রমণে বল নিয়ে ওঠেন স্লোভেনিয়ার বেঞ্জামিন সেসকো। তিনি বল বাড়িয়ে দেন অ্যাডাম সেরিনকে। তিনি ডান পায়ের শটে পোস্টের বাম কোণা দিয়ে জালে জড়ান।
৮০ মিনিটে অবশ্য আরও একটি গোল পেয়ে যায় তারা। এ সময় পিটার স্টোজানোভিচের বাড়িয়ে দেওয়া বল পেয়ে টিমি এলসনিক ডান পায়ের শটে পোস্টের ডান কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন। তাতে পর্তুগালের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে স্লোভেনিয়া।
অবশ্য রোনালদো ৬০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়ে মিস করেন। ৬৪ মিনিটে বল নিয়ে গোল করতে এগিয়ে গিয়েও অফসাইড হন। ৬৮ মিনিটের মাথায় তার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করতে ব্যর্থ হন দিয়োগো দালত। আর ৮৫ মিনিটে রোনালদোর আরও একটি সুযোগ ফিরিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক। তাতে টানা ১১ ম্যাচ জেতার পর হারের তিক্ত স্বাদ পেতে হয় তাদের।