এতদিন ধরে ভুল নামে ডাক শুনতেন। সাধারণ মানুষ থেকে মা, সবাই ডাকতেন কিংবা লিখতেন ভুল। তাতে বিরক্ত হয়ে নামই পরিবর্তন করে ফেলেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার।
আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা এসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে। বাটলার নিজেই সেই ঘোষণা দিয়েছেন। কি হচ্ছে তার নাম?
নামের প্রথম শব্দের পরিবর্তন এসেছে শুধু। তার নাম জস বাটলার হলেও তাকে ডাকা হতো জশ বাটলার বলে। তাই এবার জশ-ই হয়ে গেলেন এই বিস্ফোরক ব্যাটার।
বাটলার বলেন, ‘ আমি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। কিন্তু পুরো জীবনে আমাকে সবাই ভুল নেমে ডেকে এসেছে। রাস্তায় থাকা মানুষ হতে শুরু করে আমার মা, এমনকি আমার জন্মদিনের কার্ডেও লেখা হতো ভুল।’
‘তাই ১৩ বছর দেশকে প্রতিনিধিত্ব করার পর, দুটি বিশ্বকাপ জেতার পর এটাই সমস্যা সমাধানের সময়। এটা সবার জন্যই সমাধান করা হলো, আমি এখন থেকে আনুষ্ঠানিকভাবে জশ বাটলার।’