ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার রাতে সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে তারা স্টেড রেনাইসকে হারিয়েছে ১-০ গোলে।
অবশ্য প্রথমে পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। এদিন ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলছিল পিএসজি। তাতে ৩৭ মিনিটে তারা পেনাল্টি পেয়েছিল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। তবে তিন মিনিট পরই গোলের দেখা পান ফ্রান্সের অধিনায়ক। এ সময় ফাবিয়ান রুইজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এটা ছিল ফরাসি কাপে তার অষ্টম গোল।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-০ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। আগামী ২৫ মে ফাইনালে লিয়নের মুখোমুখি হবে পিএসজি। এই ফাইনাল জিতলে ফ্রেঞ্চ কাপের ১৫তম শিরোপা শোকেসে তুলবে লুইস এনরিকের শিষ্যরা।
তার আগে আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি।