খেলাধুলা

আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

আইসিসির আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ আলী খান যুক্ত হয়েছেন। চতুর্থ বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল প্যানেলে নাম লেখালেন মোর্শেদ। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ। এর আগে ইন্টারন্যাশনাল প্যানেলে থাকা বাংলাদেশি তিন আম্পায়ার হলেন গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান মুকুল।

সাবেক ক্রিকেটার থেকে আম্পায়ার হওয়া মোর্শেদ এখন পর্যন্ত নারী ও পুরুষ ক্রিকেটে ১৪টি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। পুরুষ ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন ৭টিতে। নারী ক্রিকেটে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট ৬৪ ম্যাচ, লিস্ট ‘এ’ ১২৮টি ও স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ১০০টি ম্যাচে।

মোর্শেদ আলী বাংলাদেশের জার্সিতে ৩টি ওয়ানডে খেলেছেন। ১৯৯৮ সালে অভিষেক হয় তার। এই বছরই ৩টি ওয়ানডে খেলেন।