বিশ্ব ক্রিকেটের আধুনিকায়নের সঙ্গে ম্যাচ পাতানোর মতো বিষয়গুলোও ছড়িয়ে পড়েছে বেশ। অর্থের ঝনঝনানির কাছে ক্যারিয়ার সঁপে দিচ্ছেন অনেক ক্রিকেটার। এবার দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন থমাস।
বৃহস্পতিবার (২ মে) থমাসের শাস্তির ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জানা গেছে, আইসিসির দুর্নীতি বিরোধী আইনের কয়েকটি ধারা ভাঙার অপরাধে বড় ধরনের শাস্তি পেয়েছেন থমাস। আগামী পাঁচ বছর ক্রিকেটের কোনো ধরণের কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
আইসিসির কোনো টুর্নামেন্টে নয়, থমাস দুর্নীতি করেছেন কয়েকটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতির মোট ৭টি ধারা ভাঙার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত বছরের মার্চে অভিযোগের পর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। এবার চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা পেলেন থমাস।
থমাস লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা ক্রিকেটের চারটি, আবু ধাবি টি-টেন লিগে আমিরাত ক্রিকেট বোর্ডের একটি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দুটি ধারা ভেঙেছেন বলে দাবি করা হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে, ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে ফিক্সিং করা।বাকিগুলোতে দুর্নীতির প্রস্তাবের বিস্তারিত জেনেও গোপন করেছেন।
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক থমাসের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন টিঙই।একমাত্র টেস্টটি খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।