আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল জোন্স ও পেসার ব্র্যাড হুইলকে। তারা দুজনেই সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন।
স্কটল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন রিচি বেরিংটন। যিনি আশা করছেন ২০২২ বিশ্বকাপের চেয়ে এবার তারা ভালো কিছু করবে।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যেখানে অন্য দুই দল নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। এই সিরিজ দিয়েই তারা বিশ্বকাপের প্রস্তুতি সারবে।
বিশ্বকাপে স্কটল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওমান ও নামিবিয়া। ৪ জুন ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে।
এরপর ৭ জুন নামিবিয়ার মুখোমুখি হবে স্কটিশরা। ৯ জুন তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। আর ১৬ জুন শেষ ম্যাচে তারা খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।
স্কটল্যান্ডের বিশ্বকাপ দল: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্র্যাড কুরি, ক্রিস গ্রেভেস, অলি হেয়ারস, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মুনসে, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্র্যাড হুইল।