খেলাধুলা

টাইব্রেকারে বিশ্বরেকর্ড, এক ম্যাচেই ৫৬ শট

ফুটবলে নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হলে নিয়মানুযায়ী টাইব্রেকার বা পেনাল্টি শ্যুটআউটে বিজয়ী নির্ধারিত হয়। সাধারণত প্রথম টাইব্রেকারেই ম্যাচ নিষ্পত্তি হয়ে যায়। বড়জোর ‘সাডেন ডেথ’ হয় বার দুয়েক। কিন্তু এবার সব রেকর্ড ছাড়িয়ে এক ম্যাচেই হলো ৫৬ শট। তাতে নতুন করে লেখা হয়েছে টাইব্রেকারের বিশ্বরেকর্ড।

ঘটনাটি ঘটেছে ইসরায়েলের ঘরোয়া লিগের তৃতীয় বিভাগের খেলায় এসসি দিনোমা ও চিমসন তেল আবিবের ম্যাচে। দিনোমায় সেমিফাইনাল ম্যাচটি ৯০ মিনিট ও পরে অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২৩-২২ গোলে জিতে যায় দিনোমা।

নির্ধারিত ৫টি করে শট শেষ হয়ে গেলে ‘সাডেন ডেথ’ একটির পর একটি চলতেই থাকলো। ম্যারাথন বললেও যেন কম বলা হয়। একটা পর্যায়ে মনে হচ্ছিল, এটা যেন শেষ হওয়ার নয়। শেষ পর্যন্ত যখন টাইব্রেকারে ফল নির্ধারিত হলো, দুই দল মিলিয়ে ততক্ষণে শট নেওয়া হয়ে গেছে ৫৬টি!

স্বীকৃত পর্যায়ের ফুটবলে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের আগের রেকর্ডটি হয়েছিল ইংল্যান্ডে। ২০২২ সালের মার্চে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে ৫৪ শটের টাইব্রেকারে বেডলিংটনকে ২৫-২৪ গোলে হারায় ওয়াশিংটন।