খেলাধুলা

২৭ শটেও গোল সংখ্যা শূন্য

একের পর এক আক্রমণ, যাকে বলে রান অ্যান্ড অ্যাটাক। ২৭ বার প্রতিপক্ষের জাল লক্ষ্য করে নিশানা করেছে জার্মানি। তবে একবারও জাল কাঁপাতে পারেনি তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতিটা ভালো হলো না তাদের। প্রীতি ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জার্মানরা।

টানা কয়েক বছরের হতাশাজনক পারফরম্যান্সের পর এই বছরের শুরুটা বেশ ভালো হয় জার্মানদের। গত মার্চের দুই প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জেতে জুলিয়ান নাগেলসমানের দল। কিন্তু ইউক্রেনের বিপক্ষে এই ফল তাদের জন্য ভীষণ হতাশাজনকই বটে।

এই ম্যাচে জার্মানদের কয়েকজন মূল খেলোয়াড় ছিলো না। অবশ্য আক্রমণে কোনো কমতি রাখেনি জার্মানি। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। কিন্তু কাঙ্ক্ষিত গোল আর পায়নি।

ইউরোর মূল অভিযানে নামার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। আগামী শুক্রবার ঘরের মাঠে গ্রিসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ শেষেই শিরোপার লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ইউরো অভিযানে নামবে তারা।